বিশেষ প্রতিনিধিঃ পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোঃ ইউনুস পহলান এর মেয়ে মোসাঃ শারমিন আক্তার গত ২২ এপ্রিল ‘২১ তারিখ আম গাছ থেকে পরে মেরুদণ্ড ভেঙে যায়। পরে তাৎক্ষণিক পাথরঘাটা উপজেলা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা চিকিৎসার জন্য নিয়ে যায় শারমিনের পরিবার। বর্তমানে ঢাকা এনাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে পারিবারিক সূত্রে জানা যায় । মানবতার সেবায় আমরা প্রবাসী সংস্থার সহযোগিতায় হোপ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-(HSWA) এর মাধ্যমে শারমিনের চিকিৎসা বাবদ পরিবারের কাছে ২৯৫০০ (উনত্রিশ হাজার পাঁচশত) টাকা অনুদান দিয়েছে বলে জানান সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ নূরুজ্জামান আলমাসী।
নির্বাহী পরিচালক মোঃ নূরুজ্জামান আলমাসী বলেন, আমরা শারমিন কে ক্ষুদ্র সহযোগিতা করেছি। আমাদের এই সংগঠনের মাধ্যমে সব সময়ই মানুষের সেবা করার চেষ্টা করি। আমাদের সকল সদস্যদের আন্তরিক ভালবাসায় সংগঠনের কার্যক্রম আগামীতে আরো বেগবান হবে বলে আশা করি। সংগঠনের প্রতিটি সেচ্ছসেবকরা সব সময় মানুষের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান সংগঠনের নির্বাহী পরিচালক। মানবতার সেবায় আমরা প্রবাসী’র আন্তরিক প্রচেষ্টায় আমরা শারমিনকে সহযোগিতা করতে পেরেছি। যারা শারমিনের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন অসহায় দুস্থ মানুষের সেবা করতে আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মানবতার সেবায় আমরা প্রবাসী সংস্থার সকল নেতৃবৃন্দ ও হোপ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ কাওসার মাহমুদ কে।