17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeশিক্ষা১০ম গ্রেডে বেতনের দাবিতে দাগনভূঞায় প্রাথমিক সহকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচি

১০ম গ্রেডে বেতনের দাবিতে দাগনভূঞায় প্রাথমিক সহকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচি

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞায় ১০ম গ্রেডে বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রাথমিক সহকারি শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ দাগনভূঞায় উপজেলা শাখা।বৃহস্পতিবার বেলা তিনটার দিকে দাগনভূঞা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় ও ছমিভূঞারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওয়ালী উল্যাহ্ সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউল হক, কেরোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন, চাঁদপুর সরকারি সরকারি শিক্ষক মোঃ মাসুদুর রহমান, ছমিভূঞারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ চন্দ্র শীল, আতাতুর্ক সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খালেদা ফেরদৌস, সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল আবছার, ফেনী সদরের জাকির হোসেন ও আলামপুর খাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা বেগম প্রমূখ।

বক্তারা অবিলম্বে তাদের পদ মর্যদা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে অর্থাৎ ১০ম গ্রেডে উন্নিত করারজন্য জোর দাবি জানান।কর্মসূচি শেষে তাদের দাবি সম্বলিত ব্যানার দাগনভূঞা উপজেলা শিক্ষা অফিসের সামনে প্রদর্শনের জন্য ব্যানার টাঙানো রাখা হয়।

Most Popular

Recent Comments