15.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeপর্যটনকুয়াকাটা১৫০ কিলোমিটার পায়ে হেঁটে কুয়াকাটায় মাদারীপুর স্কাউটস ইউনিট!

১৫০ কিলোমিটার পায়ে হেঁটে কুয়াকাটায় মাদারীপুর স্কাউটস ইউনিট!

নিজস্ব প্রতিবেদক:
১৫০ কিলোমিটার পায়ে হেঁটে কুয়াকাটায় এসেছে বাংলাদেশ স্কাউটস, মাদারীপুর জেলা রোবার ইউনিট। গত রবিবার ০৮/১১/২০২০ ইং তারিখ মাদারীপুর টোরকি বন্দর পোস্ট অফিস থেকে যাত্রা শুরু করে বৃহস্পতিবার (১২/১১/২০২০) বেলা ১২ টার দিকে কুয়াকাটায় এসে পৌছায়।

চার সদস্যা বিশিষ্টা এই ইউনিটের দল নেতা মোঃ রিয়াজুল বলেন: প্রেসিডেন্টস রোবার স্কাউট এ্যাওয়ার্ড অর্জনের লক্ষে স্বাস্থ্যবিধি মেনে আমাদের এই সফর।

মোঃ রিয়াজুল ছাড়াও এই সফরে বাকী তিন সদস্যরা হলেন- আমিনুল ইসলাম আসিক, সজিব খান ও আবু তালেব চৌকিদার।

Most Popular

Recent Comments