23.7 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
Homeপর্যটন১৮ শতকের পূরাকীর্তি বালিয়াটি জমিদার বাড়ি

১৮ শতকের পূরাকীর্তি বালিয়াটি জমিদার বাড়ি

ঢাকা জেলা সদর থেকে ৩৫ কি.মি. দূরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে ১৯ শতকে নির্মিত বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ।। যা ২০ একরের চেয়ে বেশি এলাকাজুড়ে অবস্থিত।

”গোবিন্দরাম সাহা” ১৮ শতকের মাঝামাঝি সময়ে ”বালিয়াটি জমিদার পরিবারের” গোরাপত্তন করেন। তিনি বিখ্যাত লবণের বণিক ছিলেন। তখনকার সময়ে বাণিজ্যিক কাজেই ব্যবহৃত হতো বালিয়াটি প্রাসাদ।

”বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ” কর্তৃক সংরক্ষিত ৭ টি স্থাপনা নিয়ে জমিদার বাড়িটি অবস্থিত। বিভিন্ন সময়ে বিভিন্ন উত্তরাধিকার স্থাপনাগুলো নির্মাণ করেন। এর মধ্যে উত্তরাধিকার ”কিশোরীলাল রায় চৌধুরী” শিক্ষাখাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন, যার পিতা জগন্নাথ কলেজের প্রতিষ্ঠাতা (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়)।।

জমিদার বাড়ির সামনের অংশের ৪ টি প্রাসাদ ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে। পিছনের ৩ টি অন্দরমহল অর্থাৎ বাসভবন। এছাড়াও পিছনে রয়েছে বৃহদাকৃতির পুকুর ও ঘাট, শৌচাগার। জমিদার বাড়ির ভেতরে রংমহল নামে খ্যাত স্থানটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বালিয়াটি প্রাসাদ ১৯ শতকের রেনেসা যুগের স্থাপত্যশৈলীর মধ্যে অন্যতম। একেকটি স্থাপত্য দর্শনার্থীদের নজরকাড়ার মতো।।

উল্লেখ্য যে, জমিদার বাড়িটির সকল স্থাপনা পূর্ণতা পায় ১৯ শতকের দিকে।।

Most Popular

Recent Comments