19.8 C
Bangladesh
Tuesday, January 7, 2025
spot_imgspot_img
HomeUncategorized১ ডিসেম্বর টোয়াকের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্পেশাল ডে উদযাপন।

১ ডিসেম্বর টোয়াকের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্পেশাল ডে উদযাপন।

আবুল হোসেন রাজু,
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।

ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে (টোয়াক স্পেশাল ডে) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) শেষ বিকেলে কুয়াকাটা অভিজাত আবাসিক হোটেল সী ক্রাউন ইনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে৷
ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার এর সভাপতিত্বে টোয়াকের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ মোঃ হাবিবুর রহমান,
কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার। কুয়াকাটা পৌর শাখা জামায়াত ইসলামীর আমির মাঈনুল ইসলাম মান্নান। কুয়াকাটা পৌর যুবদল সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন ,কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ।
টোয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষারের শুভেচ্ছা বক্তব্য শেষে বিশেষ অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য দেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব
মোঃ. রবিউল ইসলাম বলেন, কুয়াকাটায় পর্যটকদের সেবায় ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সংগঠনটির পর্যটকদের সেবামূলক বিভিন্ন কার্যক্রম আমার চোখে পরেছে।
আলোচনা শেষে, ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৬ বছরের পদার্পণ করায় কেক কাটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Most Popular

Recent Comments