ঝালকাঠি প্রতিবেদক,
আজ ২৩ নভেম্বর ঝালকাঠির রাজাপুর থানা মুক্ত দিবসকে স্মরণ করে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা দিবসটিকে স্থানীয় প্রশাসনকে সরকারিভাবে পালন করার দাবি জানিয়েছেন।
সন্ধ্যা ৬ টায় রাজাপুর প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এ এইচ এম খায়রুল আলম সরফরাজ, শাহ আলম নান্নু, আলহাজ্ব মো. নূর হোসেন সহ আরো বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।
এছাড়াও শহিদ মুক্তিযোদ্ধার সন্তানসহ মুক্তিযুদ্ধ, রণাঙ্গন ও বধ্যভূমি গবেষণা কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ ও আয়োজকরা সবাই দিবসটিকে সরকারিভাবে স্থানীয় প্রশাসনকে পালন করার দাবি জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজাপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান খান। তিনি বলেন, প্রতি বছর বড় পরিসরে দিবসটিকে পালন করা হলেও করোনা পরিস্থিতির কারণে এবছর অনুষ্ঠান সীমিত পরিসরে করা হয়েছে।