19 C
Bangladesh
Monday, December 30, 2024
spot_imgspot_img
Homeখেলার মাঠফুটবল৩০ বছর পর লীগ শিরোপা জিতলো লিভারপুল

৩০ বছর পর লীগ শিরোপা জিতলো লিভারপুল

দরকার ছিলো মাত্র দুইটি পয়েন্টের। সবাই হয়তো ভেবেছিলো পরের ম্যাচেই শিরোপা জিতবে লিভারপুল। কিন্ত দ্বিতীয়স্থানে থাকা ম্যান সিটি চেলসির কাছে পরাজয়ের ফলে মাঠে না নেমেও শিরোপাজয় নিশ্চিত হলো অল রেডদের।

৩১ ম্যাচে ২৮ জয় ও দুই ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৮৬। ২০ জয় ও তিন ড্রয়ে সিটির পয়েন্ট ৬৩। বাকি সাত রাউন্ডে প্রতিটিতে লিভারপুল হারলে এবং সিটি সবকটি জিতলেও ২ পয়েন্ট পিছিয়ে থাকবে গত দুবারের চ্যাম্পিয়নরা।

১৯৮৯-৯০ মৌসুমে সবশেষ লিগ জিতেছিল লিভারপুল। এরপর শুরু হয় অধীর অপেক্ষার, অবশেষে যার শেষ হলো। ইংল্যান্ডের শীর্ষ লিগে ১৯তম এবং প্রিমিয়ার লিগে প্রথম শিরোপার স্বাদ পেল ১২৮ বছরের পুরনো ক্লাবটি।

Most Popular

Recent Comments