24.3 C
Bangladesh
Friday, April 11, 2025
spot_imgspot_img
Homeইফতার৩ বছর পর রাবি ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

৩ বছর পর রাবি ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে ৩ বছর পর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) শহিদুল্লাহ কলা ভবনের সামনে ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে গরু জবাই করে ইসলামিক স্টাডিজ বিভাগের সামনের আম বাগানে ইফতার সামগ্রী রান্না করা হয়। পরে সন্ধ্যায় এক আলোচনা সভা শেষ করে ইফতার করেন উক্ত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলা অনুষদের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক বেলাল হোসাইন। তিনি বলেন, আমাদের বিভাগে গরু জবাই করে এটাই প্রথম ইফতার। আমি সভাপতি থাকা অবস্থায় ৪-৫টা খাসি জবাই করে ইফতার করিয়ে ছিলাম। এটা আল্লাহ এক বিশেষ নিয়ামত। হাদিসে এসেছে নবী করিম (সা)-কে বলেন, যে ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে ইফতার করাল, আল্লাহ তায়ালা পরকালে তাদের তৃষ্ণা মিটিয়ে দেবেন।

ইফতার মাহফিলে ইসলামিক স্টাডিজ বিভাগের বিভিন্ন ব্যাচের প্রায় ৫শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে ২০২২ সালে সর্বশেষ ইফতারের আয়োজন করা হয়েছিল।

হাফিজুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়

Most Popular

Recent Comments