গত ২৭ মে নগরীর ডবলমুরিং মডেল থানা দিন আবুল খায়ের গ্রুপের ডিলার খাজা ট্রেডার্সের গোডাউনের সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ১০/১২ জনের একটি ডাকাত দল তিন টনের একটি ট্রাকে করে এসে অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে দারোয়ানসহ তিনজনকে মারপিট করে ডাকাতি সংঘটিত করে। উক্ত ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ৯২ কার্টুন সিগারেট এবং দুই কারটন বিক্রয়লব্ধ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।গ্রেফতার করা হয়েছে ডাকাতির মুলহোতা নোয়াখালী জেলা হাতিয়া থানার পশ্চিম বডডেল গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ নুর নবী (৩০),কুমিল্লা সদরের পশ্চিম বাগিছাগাঁও গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ শাহজাহান(৬০) এবং তার ছেলে মোঃ এনায়েত উল্লাহ শান্ত।শান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এর শিক্ষার্থী। ডবলমুরিং থানার পাঁচটি টিম এছাড়াও ডিবির একাধিক টিম, সহ আরো অফিসার্স, সোর্স, পুলিশ হেডকোয়ার্টার্স এবং প্রযুক্তিগত সহায়তায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার বাড়বকুণ্ড এলাকা থেকে ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ডাকাত মোঃ নুরনবী কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পরবর্তীতে আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে,আসামির স্বীকারোক্তিতে কুমিল্লা জেলার কুমিল্লা সদর থানাধীন পশ্চিম বাগিচাগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনায় জড়িত থাকায় আরো দুই জন আসামীসহ ৯২ এবং বিক্রয়লব্ধ ৬৮হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে নূরনবী জানায় তারা মোট ২০/২৫জনের আন্তজেলার ডাকাত গ্যেং সেই প্রধান।তারাব গত ৭ বছরে ১০ জেলায় ৩০টি ঘটনায় ১০ কোটি টাকা লুট করেছে।