● স্টাফ রিপোর্টার,শাহাদাৎ হোসাইন মিরাজ:
● উল্লিখিত ছবিটি , কুয়াকাটার ঐতিহ্যবাহী রাখাইন মহিলা মার্কেট মাঠের। এখানে নানা ধরনের খেলাধূলা সহ সব ধরনের রাজনৈতিক সভা সমাবেশ এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু পানি নিঃষ্কাশনের ব্যবস্থা না থাকায় এখন এই ঐতিহ্যবাহী মাঠটি পরিনত হয়েছে লেকে। এখন প্রতিদিন এখানে ভ্যান, অটোভ্যান ও মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ী নামিয়ে ধোয়া হয়।উক্ত কারনে পরিবেশ নোংরা হচ্ছে এবং পরবর্তীতে মাঠটি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পরতে পারে বলে মনে করা হচ্ছে।
● স্থানীয়রা প্রগতি২৪ কে জানান,’উক্ত মাঠে প্রতি বছরই বর্ষাকালে এরকম ঘটনা ঘটে এবং পরবর্তীতে খেলাধুলা বা প্রোগ্রামের ক্ষেত্রে ব্যঘাত ঘটে’।
● তাই দ্রুত পানি নিঃষ্কাশনের জন্য উপরমহলের দৃষ্টি অাকর্ষন করছি।