27.2 C
Bangladesh
Wednesday, December 4, 2024
spot_imgspot_img
Homeকরোনা ভাইরাস● হাসপাতাল না, যেন মরন ফাঁদ

● হাসপাতাল না, যেন মরন ফাঁদ

● অাতিকুল ইসলাম,উজিরপুর প্রতিনিধিঃ

● বরিশাল জেলার উজিরপুর উপজেলার সোলোক ইউনিয়নের জাকির খান নামের এক ব্যাক্তি অসুস্থ থাকার কারনে ডাক্তার দেখানোর জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে যান। পরবর্তীতে তিনি বাড়িতে ফিরে অাসেন। কয়েকদিন পরে তার শারিরীক অবস্থার অবনতি দেখা যায়। কিন্তু পূর্বে যেই রোগে অসুস্থ ছিলেন এবারের লক্ষন ব্যতিক্রমী। মাথা-ব্যথা, সাথে জ্বর, স্বর্দি,কাশি তো অাছেই। এবার একটু চিন্তিত হয়ে পড়েন। ভাবেন অাবার করোনা হলো নাকি? তাই পরীক্ষা করানোর জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান।বৃহস্পতিবার টেষ্ট করান অার অাজ রেজাল্ট অাসে পজিটিভ। তবে মনে করা হচ্ছে পূর্বে হাসপাতালে যাওয়ার কারনেই অাজ তিনি করোনায় পজিটিভ। কারন পূর্বের রোগের লক্ষন অার এখনকার লক্ষন এক নয় এমটাই জানা যায় তার বাড়ির লোকদের কাছ থেকে। জানা যায় তার বয়স ৪০ থেকে ৪৫ এর মধ্যে হবে।
● তবে বর্তমানে তার অবস্থা স্বাভাবিক অাছে এমনটাই জানা গেছে পরিবারের লোকদের কাছ থেকে। ইতোমধ্যে তার বাড়িটি লকডাউন ঘোষনা করা হয়েছে। কিন্তু এলাকার অবস্থা স্বাভাবিক অাছে।
● যেখানে মানুষ বাচার জন্য যায়, নিজেকে রক্ষা করার জন্য এক প্রচেষ্টার তাগিদে যায় অার অাজ সেই জায়গাটাই ঝুকিপূর্ন।হাসপাতালই অাজ মরনফাদ।এই যদি হয় সরকারি হাসপাতালের অবস্থা,তাহলে স্বাধারন হাসপাতালের পরিস্থিতি কেমন হবে? তাই সরকারের কাছে বিশেষ অাবেদন জানাই যেন হাসপাতালের পরিস্থিতিতে কারো স্বাস্থ্যহানি না হয় এমন ব্যবস্থা নেওয়া হোক।

Most Popular

Recent Comments