22.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়কমলাপুর বস্তিতে আগুনে পুড়ল ৩০ টি ঘর।

কমলাপুর বস্তিতে আগুনে পুড়ল ৩০ টি ঘর।

রাজধানীর কমলাপুর এলাকার বস্তিতে আগুনে পুড়ে গেছে অন্তত ৩০টি ঘর। গতকাল শুক্রবার দিনগত রাত ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, ‘কমলাপুর এলাকার টিটি পাড়ার বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

‘অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্তের পর ক্ষয়-ক্ষতির পরিমাণ বলা যাবে’, বলেন তিনি।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

খবরঃডেইলী স্টার

Most Popular

Recent Comments