26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeকমিটিববির লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রনি-ইমন

ববির লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রনি-ইমন

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইয়্যেদ মুসান্না রনি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান ইমন।

রবিবার (১১ এপ্রিল) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল , নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ড.মো. আব্দুল বাতেন চৌধুরী এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রিফাত ফেরদাউস, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহফুজ আলম , গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের লেকচারার ফরহাদ উদ্দিন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীবৃন্দরা।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নোমান ছিদ্দিকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- সুমন হোসেন(২০১৭-১৮)
, সাংগঠনিক সম্পাদক- মেহেদী হাসান কামরুল (২০১৮-১৯), কোষাধাক্ষ্য- তানজিদ শাহ জালাল ইমন (২০১৯-২০)।
সভাপতি সাইয়্যেদ মুসান্না রনি বলেন, ‘আমরা লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবান্ধব যে কোনো প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া প্রতিবছরের ন্যায় এবারও ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় জেলা সমিতির পক্ষ থেকে হেল্প ডেস্ক ও টেন্ট থাকবে।’

উল্লেখ্য, বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় ছাড়াও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে।

Most Popular

Recent Comments