দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে উপজেলার মাতুভূঞা ইউনিয়নে কৃষ্ণরামপুর গ্রামে রাফি-উজ যিকরা নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার এতিমত শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অত্র মাদ্রাসার মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদারের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল মুনাফ পিন্টু, সহ সভাপতি জসিম উদ্দিন ফরায়েজি, সদস্য এটিএম আতিকুল ইসলাম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, ইউনিটির দপ্তর ও প্রচার সম্পাদক সুমন পাটোয়ারী, কার্যনির্বাহী সদস্য জিয়াউল হক পিন্টু ও ডাঃ গোলাম নবী শিপন। দেশ ও জাতির শাকিামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার মোহতামিম হাফেজ আনোয়ার হোসাইন।