17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতভোলায় ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও এক পুরুষ আটক।

ভোলায় ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও এক পুরুষ আটক।

স্টাফ রিপোর্টারঃ- ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার কাচিয়া ০৪নং ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ওই ইউনিয়নের সেলিম হাওলাদারের ছেলে রিয়াজ (২২) অপরজন একই গ্রামের কামালের স্ত্রী মিনারা (৩০) বেগম।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উভয়কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Most Popular

Recent Comments