19.9 C
Bangladesh
Tuesday, December 3, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনানওগাঁর নিয়ামতপুরে সাপের কামড়ে এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে সাপের কামড়ে এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় গোয়ালে ঘাসের বস্তা টানতে গেলে বিষধর সাপের ছোবলে জাকারিয়া (৬৫) নামের এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা (রাজবংশীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া নিয়ামতপুরের দামপুরা গ্রামের মৃত আইনাল হকের ছেলে।

নিহতের ভাতিজা দোলা জানান, সকালে তার চাচা প্রতিদিনের ন্যায় গোয়াল ঘর থেকে গরু বের করে উঠানে আনেন। এরপর গরুকে খাওয়ানোর জন্য দরজার পাশে রাখা একটি ঘাসের বস্তা টানতে গেলে বস্তার নিচে থাকা বিষধর সাপ তার ডান পায়ের আঙুলে ছোবল দেয়। সাপের ছোবল খেয়ে তিনি সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে এসে পরিবারের সদস্যদের আকারে-ইঙ্গিতে দংশনের কথা বলেন ও ক্ষত চিহ্নটি দেখান।

প্রাথমিক চিকিৎসা দেওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর স্থানীয় পল্লী চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করলেও তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষধর সাপের কামড়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই।

Most Popular

Recent Comments