24 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeঅভিযোগপাবনায় নিরাপদে চলি সোসাইটি চেয়ারম্যান খোকনকে হত্যার হুমকিদাতার গ্রেফতার দাবীতে প্রতিবাদ সভা।

পাবনায় নিরাপদে চলি সোসাইটি চেয়ারম্যান খোকনকে হত্যার হুমকিদাতার গ্রেফতার দাবীতে প্রতিবাদ সভা।

পাবনা প্রতিনিধিঃ কানাডা প্রবাসী কানাডা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও জাজ মাল্টিমিডিয়ার সিইও এবং নিরাপদে চলি সোসাইটি চেয়ারম্যান আলিম উল্লাহ খোকনকে হত্যার হুমকি দাতা সোহেল রানার দ্রুত গ্রেফতার দাবীতে প্রতিবাদ সভা আয়োজন করেছেন পাবনা নিরাপদ চলি সোসাইটি ও তুশি এন্টারনেটমেন্ট চলচ্চিত্র।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে আতাইকুলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ মিঠুন শেখ মিঠু নিরাপদে চলি সোসাইটি পাবনা জেলা প্রতিনিধি ও পরিচালনা করেন রবিন খান ও আলামিন বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ , সাধারণ সম্পাদক ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ,নিরাপদে চলে সোসাইটির সদস্য পাবনা জেলা শাহরিয়ার হোসেন সবুজ, আলামিন বিশ্বাস সাগর ,সাংগঠনিক সম্পাদক ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, রবিন খান, নিরাপদে চলি সোসাইটি পাবনা জেলা প্রতিনিধি, আতাইকুলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোহাম্মদ মিঠুন সেখ, মোঃ কাফি সরকার, শেখ আকতার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আতাইকুলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি নজরুল ইসলাম বাঁধন বাংলাদেশ টেলিভিশন পাবনা জেলা প্রতিনিধি, কামরুল ইসলাম আতাইকুলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মাই টিভি পাবনা জেলা প্রতিনিধি,রফিকুল ইসলাম, লাভলু খন্দকার,আকবর হোসেন, সারোয়ার হোসেন, খালেদ আহমেদ, নিরাপদে চলি সোসাইটির পাবনা জেলার সদস্যরা সহ আরও অনেকে।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করে আলিম উল্লাহ খোকনের মামলায় দীর্ঘদিন পালাতক ছিলেন সোহেল রানা। সম্প্রতি আদলত থেকে জামিন নিয়ে আলিম উল্লাহ খোকনকে মামলা না তুলে নিলে হত্যার হুমকিদেন সোহেল রানা।

বাংলাদেশ সরকারকে নিরাপদে চলে সোসাইটির চেয়ারম্যান আলিম উল্লাহ খোকনের প্রাণের নিরাপত্তার দিয়ে। সোহেল রানাকে দ্রুত গ্রেফতার দাবী জানিয়েছেন পাবনা নিরাপদে চলি সোসাইটি ও তুশি এন্টারনেটমেন্ট চলচ্চিত্র।

Most Popular

Recent Comments