17 C
Bangladesh
Monday, December 30, 2024
spot_imgspot_img
Homeচিকিৎসারাঙ্গাবালীতে বন্য শুকরের আক্রমণে আহত ৭।

রাঙ্গাবালীতে বন্য শুকরের আক্রমণে আহত ৭।

আইয়ুব খান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালীতে বন্য শুকরের আক্রমণে সাতজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ খেয়াঘাট এলাকায় এ ঘটে।

আহতরা হলেন, অহিদুল, মামুন খান, হাসান, আনু বেগম, বাবুল মেস্তুরি, মোস্তফা ও শাহিন । তারা সবাই দক্ষিণ চরমোন্তাজ গ্রামের বাসিন্দা৷

আহতরা জানান, পার্শ্ববর্তী বন থেকে আসা একটি বন্য শুকর গত চারদিন ধরে দেখছিল স্থানীয়রা। পরে বৃহস্পতিবার শুকরটি মারার চেষ্টা করা হলে সাতজন আক্রমণের শিকার হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, এ ঘটনার পর আক্রমণ থেকে বাঁচতে স্থানীয় লোকজন একত্রিত হয়ে শুকরটি মেরে নদীতে ভাসিয়ে দেয় বলে জানা গেছে।

রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, আমরা এবিষয়ে খোঁজ নিয়ে দেখছি।

Most Popular

Recent Comments