18 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
HomeUncategorizedজীবিকার তাগিদে সাগরে গিয়ে জেলের মৃত্যু ।

জীবিকার তাগিদে সাগরে গিয়ে জেলের মৃত্যু ।

কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার
মহিপুরের বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিজাম নামের এক জেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ই নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানাযায়, ওইদিন সকালে ৫ জন জেলে একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এরপর গঙ্গামতি সৈকত সংলগ্ন একটু গভীরে জাল ফেলতে গিয়ে পেচিয়ে সাগরে পরে নিজাম ডুবে যায়। ট্রলারে থাকা জেলেদের মধ্যে ২ জন জেলে পানিতে নেমে অনেকক্ষণ চেষ্টার পরে তাকে মৃত অবস্থায় উদ্বার করে। ওই ট্রলারের জামাল মাঝি জানান, আমি ট্রলারের চুকান ধরা ছিলাম। নিজাম সাগরে পরার সাথে সাথে ২ জন পানিতে নেমে আপ্রান চেষ্ট করেও তাকে বাঁচাতে পারেনি। মৃত নিজাম হাওলাদার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের বাসিন্দা।

এবিষয়ে মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন , ঘটনা শুনার পরে ওখানে পুলিশ পাঠিয়েছি।

Most Popular

Recent Comments