26.3 C
Bangladesh
Monday, December 23, 2024
spot_imgspot_img
HomeUncategorizedনওগাঁর বদলগাছীতে পরীক্ষায় ফেল করায় আত্মহত্যার চেষ্টা হাসপাতালে ভর্তি

নওগাঁর বদলগাছীতে পরীক্ষায় ফেল করায় আত্মহত্যার চেষ্টা হাসপাতালে ভর্তি

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে এসএসসি পরীক্ষায় ফেল করে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন এক পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পাওয়ার পর সোমবার দুপুরে ওই ছাত্রী নিজ বাড়িতে কীটনাশক পান করেন। ঘটনটি ঘটেছে উপজেলার বিলাসবাড়ী ইউপি’র কটকবাড়ি গ্রামে।

জানা যায়, উপজেলার মল্লিক পুর উচ্চ বিদ্যালয় থেকে ১৬ই জুন/২২ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন ঐ গ্রামের ময়েন উদ্দীন শেখের মেয়ে খাতিজা আকতার মিতু (১৪)।
সোমবার (২৮শে নভেম্বর) পরীক্ষার ফল প্রকাশ হয়। ঘোষিত ফলাফলে ঐ ছাত্রী ফেল করেন। ফেলের ঘটনা মেনে নিেত না পেরে আনুমানিক দুপুর ১টায় তাদের বাড়ীতে তিনি কীটনাশক পান করেন। পরিবারের লোকজন বিষের গন্ধ পেয়ে সাথে সাথে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

শিক্ষার্থীর বাবা ময়েন উদ্দিন বলেন, আজকে সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। আমার মেয়ে মল্লিকপুর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল । সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষার ফলাফল জানতে পারে সে পরীক্ষায় ফেল করেছে। এরপর আমাদের সবার অগোচরে দুপুরের দিকে কীটনাশক পান করে। কীটনাশক পান করার বিষয়টি আমরা জানার সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

Most Popular

Recent Comments