15.3 C
Bangladesh
Friday, December 27, 2024
spot_imgspot_img
HomeUncategorizedনওগাঁয় ফকিন্নি নদীর পুনঃখনন কাজের উদ্ভাবন

নওগাঁয় ফকিন্নি নদীর পুনঃখনন কাজের উদ্ভাবন

মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় ফকিন্নী নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফকিন্নী নদীর মোহনা থেকে হুলিখালি সুইস গেট পর্যন্ত প্রায় সাড়ে ১৪ কিলোমিটার এলাকায় এ খনন কাজ করা হবে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ড কাজটি বাস্তবায়ন করছে। এতে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ২৮ লাখ ৮৩ হাজার টাকা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে অনলাইনে যুক্ত হয়ে এ কাজের উদ্বোধন করেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।

এ উপলক্ষে ফকিন্নী নদীর সেতু সংলগ্ন এলাকায় আলোচনা সভা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আজম, নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী, ইউপি সদস্য প্রীতি রানী প্রমূখ।

Most Popular

Recent Comments