19.4 C
Bangladesh
Monday, December 23, 2024
spot_imgspot_img
HomeUncategorizedইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এমপি

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এমপি

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এমপি ডঃআকরাম হোসেন চৌধুরী মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃইংরেজি নববর্ষরের ২০২৩ উপলক্ষে মহাদেবপুর-বদলগাছী উপজেলা সহ দেশে ও প্রবাসে থাকা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মহাদেবপুর – বদলগাছী উপজেলার সাবেক এমপি ডঃআকরাম হোসেন চৌধুরী। ডঃআকরাম হোসেন চৌধুরী শুভেচ্ছা বার্তায় বলেন, চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার। দেখতে দেখতে চলে গেল আরেকটি বছর। শুরু হয়ে গেল নতুন বছর। আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের, নতুন দিনের। নতুন কিছু পাবার আশায় শুরু হয় আমাদের জীবন যাত্রা। ২০২২ সালে অনেকেই অনেক কিছু হারিয়েছেন। অনেক প্রিয়মুখ চিরতরে চলে গেলেন আমাদের ছেড়ে আবার অনেকেই অনেক কিছু পেয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ইংরেজি নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভ কামনা। মহান সৃষ্টিকর্তার কাছে আশির্বাদ চাই নতুন বছর যেন আপনাদের জীবনে নতুন প্রত্যাশা, নতুন উদ্যম, নির্মল আনন্দ, সুস্বাস্থ্য, খুশি ও সমৃদ্ধি বয়ে আনে। পুরনো বছরের ভুলগুলো শুধরে সমস্থ ইতিহাস থেকে ভালো ভালো শিক্ষা গ্রহণ এবং অতীতের সফলতা-ব্যর্থতাকে পুনর্মূল্যায়নের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে আমাদের সামনের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যেতে হবে। আবারো মহাদেবপুর – বদলগাছী উপজেলাবাসীকে ২০২৩ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে( এমপি পদে) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি।আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Need to sell your Delaware home as-is? Find out how at https://www.sellhouse-asis.com/delaware/ and get started today.

Most Popular

Recent Comments