26.3 C
Bangladesh
Monday, December 23, 2024
spot_imgspot_img
HomeUncategorizedনওগাঁর মহাদেবপুরে দিগন্ত মহিলা উন্নয়ন সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁর মহাদেবপুরে দিগন্ত মহিলা উন্নয়ন সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে দিগন্ত একজোট মহিলা উন্নয়ন সমবায় সমিতির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২ জানুয়ারী) দুপুরে উপজেলা সদরের বুলবুল সিনেমা হল এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সমিতির সভাপতি নার্গিস পারভীন প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক নাদিরা পারভীন, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সমাজসেবক রিপন হোসেন, আলহাজ মশিউর রহমান মিঠু প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমিতির সহকারী পরিচালক শহীদুল ইসলাম শামীম এতে সভাপতিত্ব করেন। সমিতির ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ সুলতানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, মহাদেবপুর শাখা ব্যবস্থাপক শামীম হোসেন, নিয়ামতপুর শাখা ব্যবস্থাপক হারুন অর রশিদ, উন্নয়ন কর্মী মোস্তাক হোসেন, ইকবাল হোসেন, সুবোধ চন্দ্র প্রাং প্রমুখ।

অনুষ্ঠানে সমিতির ব্যবস্থাপনা পরিচালক সমিতির কর্মী ও সুধীজনের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Most Popular

Recent Comments