19.4 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
HomeUncategorizedসীতাকুণ্ডে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত।

সীতাকুণ্ডে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত।

মুসলেহ উদ্দিন, সীতাকুণ্ড প্রতিনিধি:

‘‘সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্যযাত্রা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বৃক্ষরোপণ কর্মসূচি, র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস-২০২৩ পালন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আজ মঙ্গলবার (২ মে) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর উদ্দিন রাশেদের সভাপতিত্বে অনুষ্টানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুচ্ছোপা, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম ও প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, কাউন্সিলর দিদারুল আলম অ্যাপোলো প্রমুখ।এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার, নার্সিং সুপারভাইজার এবং ইপিআই প্রযুক্তিবিদ, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এবং হাসপাতালের কর্মচারীদের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ সকল কর্মকর্তা-কর্মচারীরা।

Most Popular

Recent Comments