26 C
Bangladesh
Sunday, April 20, 2025
spot_imgspot_img
HomeUncategorizedজাতীয় পার্টি জেপি কমিটি থেকে ৪ নেতাকে বহিষ্কার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন৷

জাতীয় পার্টি জেপি কমিটি থেকে ৪ নেতাকে বহিষ্কার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন৷

ফেরদৌস মোল্লাপিরোজপুর জেলা প্রতিনিধি:

জাতীয় পার্টি জেপির নেতাদের গঠনতন্ত্র বর্হিভূত বহিষ্কার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বহিস্কৃতরা । গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার নদমূলা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপি সাবেক যুগ্ম আহবায়ক মশিউর রহমান মৃধা সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ব’লেন, স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক ও গত ১৯ শে মার্চ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের কারণে নানা অযুহাত দেখিয়ে গত ৭ মে জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা কমিটির উপদেষ্টা সাধারণ সম্পাদক এবং ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মৃধা, সহ সভাপতি মোঃ ইউসুফ আলী আকন এবং সহ সভাপতি ও নদমূলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আরিফকে বহিষ্কার করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। তবে এসম্পর্কে কোন শোকজ বা নোটিশ দেওয়া হয়নি তাদের।এসময়ে তিনি আরও বলেন, তাঁরা জীবন নিয়ে শঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে তাঁরা রাজনৈতিক স্থিতিশীতা চান। সংবাদ সম্মেলনে শেষে জাতীয় পার্টি জেপির নেতা, ইকড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার, সাবেক চেয়ারম্যান তানভীর হোসেন বাবু, মোঃ শহিদুজ্জামান রাজু মল্লিক, মোঃ হুমায়ুন কবির বাদল সিকদার, মোঃ শাহজাহান তালুকদার, মোস্তফা সিকদার, গোলাম কবির নান্টু, জামাল উদ্দিন স্বপন, লিটন মুন্সি ও রাহাত জোমাদ্দারসহ উপজেলা জাতীয় পার্টি জেপি ও অংঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেন। এসময়ে জেলা ও উপজেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments