22.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeখেলার মাঠমেসি-বার্সার সোনার সংসার ভাঙ্গার গুঞ্জন!

মেসি-বার্সার সোনার সংসার ভাঙ্গার গুঞ্জন!

মুহাম্মাদ শাহ-জালাল,ক্রীড়া প্রতিবেদকঃ

কিশোর বয়সে নিজ দেশ থেকে এসে যোগ দিয়েছিলেন বার্সার লা ম্যাসিয়া একাডেমিতে। সময়ের সাথে সাথে বার্সার যুবদল থেকে মেসি নিজেকে মূল দলে নিয়ে যান। পায়ের জাদু দেখিয়ে বর্তমানে বার্সার সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়ার হয়ে উঠেছেন। ক্যারিয়ারের ৭০০ তম গোলও পূরণ করেছেন মাত্র কিছুদিন আগে। ইতিমধ্যে ফিফার ছয়বার বর্ষসেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন এই ফুটবল জাদুকর। নিজেকে এবং বার্সাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। বার্সা এবং মেসি যেন একে অন্যের পরিপূরক। কিন্তু এই সম্পর্ক ফাটলের গুঞ্জন উঠেছে।স্পানিশ গনমাধ্যম বলছে ২০২১ সালে মেসির সবশেষ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে বার্সার সঙ্গে নতুন চুক্তি করবেন না লিওনেল মেসি। এবছর বার্সার শিরোপা জেতাও ধূসর হয়ে যাচ্ছে। জানা গেছে, কোচের সঙ্গেও মেসির সম্পর্ক ভালো যাচ্ছে না। ২০১৩ সালেও একবার মেসির বার্সা এবং স্পেন ছাড়ার গুঞ্জন উঠেছিলো। অনেকের মতে মেসি এবং সেঁতিয়েনের দ্বন্দ্বের কারণেই বার্সা ছাড়তে পারেন এই ফুটবল জাদুকর। তবে মেসির পরবর্তী গন্তব্য কোথায় হবে এ নিয়ে ফুটবল পাড়ায় জমজমাট আলোচনা চলছে। অনেকের মতে সাবেক গুরু পেপ গার্দিওলার কাছে ফিরে যেতে পারেন লিওনেল মেসি।

Most Popular

Recent Comments