19.4 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতভূমিদস্যুদের নীরব আক্রমণে নিঃস্ব হয়ে যাচ্ছে ভূমিহীনরা।

ভূমিদস্যুদের নীরব আক্রমণে নিঃস্ব হয়ে যাচ্ছে ভূমিহীনরা।


শাহাদাৎ হোসাইন মিরাজ, স্টাফ রিপোর্টারঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভূমিহীনদের জন্য সরকারি খাস জমির বন্দোবস্ত করেছে।
কিন্তু সরেজমিনে দেখা যায়, সরকার ভূমিহীনদের জন্য যে জমির বন্দোবস্ত করেছে তা কোন না কোন প্রভাবশালী ভূমি দস্যুদের দখলে রয়েছে। ফলে অসহায় ভূমিহীন ব্যক্তিরা জমির দখল পাচ্ছেনা এবং বসতি স্থাপন করতে পারছেনা।
আবার কেউ কেউ যদি দখল নিয়ে বসতি স্থাপন করতে পারে। তাহলে প্রভাবশালী ভূমিদস্যুরা তাদের নামে করছে মামলা।
আর মামলা মোকাবিলা করতে গিয়ে অসহায় ভূমিহীন ব্যক্তিরা দিন দিন হয়ে যায় নিঃস্ব।
উল্লেখ্য যে, কুয়াকাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কিছু ভূমিহীন লোকজন আজ থেকে ১০-১২ বছর আগে সরকারি জমির বন্দোবস্তের আবেদন করে। কিন্তু এখন পর্যন্ত তারা দকল নিয়ে বসতি স্থাপন করতে পারেনি। অন্যদিকে আঃ কাদের ঘরামী নামের একজন ব্যক্তি মোঃ জয়নাল শেখ এর সহযোগিতায় ২০১২ সালে দখল নিয়ে বসতি স্থাপন করেন।
তারপর থেকেই আগে থেকে অবৈধ ভাবে সরকারি জমি ভোগ করা ভূমি দস্যুরা নানা ধরনের ষড়যন্ত্র করে আসছে। দিচ্ছে হুমকি। একবার ভূমি দস্যুরা তাদের সন্ত্রাস বাহিনী নিয়ে জোর করে দখল নিতে চপয়েছিল।
কিন্তু ন্যায় ও আদর্শের নেতা, কুয়াকাটা পৌরসভার মেয়র, জনাব, আঃ বারেক মোল্লার সহযোগিতার কারনে তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়।
তারপর এলাকার গন্য মান্য ব্যক্তিরা উভয় পক্ষের কাগজ পত্র দেখে সালিস করার তারিখ দেয়। কিন্তু তারিখের আগেই ভূমি দস্যু জালাল উদ্দীন হাং মামলা করে।
( প্রকাশ থাকে যে, মোঃ জালাল উদ্দীন হাং, পিতাঃ মৃত শামসুদ্দিন হাং, জেলাঃ বরগুনা।
বিভিন্ন স্থানে তাদের প্রচুর জমি রয়েছে। এবং তারা বিভিন্ন স্থানের সরকারি খাস জমি দখল করে অবৈধ ভাবে ভোগ করছে।)
সরকারি খাস জমিতে ভূমিহীনরা দখল নিতে পারলেও, তাদের নামে হয় মামলা। বছরের পর বছর চলতে থাকে মামলা।
আর মামলায় পরে নিঃস্ব হয়ে যায় অসহায় ভূমিহীনরা।
জমিতে মামলা চলার কারনে লাগানো যাচ্ছেনা গাছপালা, কাটা যাচ্ছেনা পুকুর, মেরামত করা যাচ্ছেনা ঘর, চাষাবাদ করা যাচ্ছেনা।
তাই সরকারি জমি পাওয়ার পরও তাদের দুর্ভোগ আরো বেড়ে যায়।
যদি এভাবেই হয় তাহলে কি দরকার আছে সরকারি জমির বন্দোবস্ত দেওয়ার।
তাই ভূমি মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি বিশেষ আহ্বান যে, যে যে ভূমিদস্যুরা সরকারি জমি দখল করে অবৈধ ভাবে ভোগ করছে এবং সরকারি বন্দোবস্ত দেওয়া যেসব জমিতে মামলা আছে। উক্ত বিষয়ের প্রতি সুষ্ঠু তদন্ত ও গভীর নজরদারি করার অনুরোধ রইল।

Most Popular

Recent Comments