24 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
HomeUncategorizedসাংবাদিক ছগির হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

সাংবাদিক ছগির হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

পিরোজপুর প্রতিনিধি :

ভান্ডারিয়া প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকালের ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ছগির হোসেনের মৃত্যুতে দোয়া ও মোনাজাত আনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভান্ডারিয়া প্রেসক্লাবে এ দোয়া ও মোনাজাত আনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়, এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুজ্জামান, পিরোজপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লিয়াকত আলী তালুকদার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, নদমূলা ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দিন আরিফ, দৈনিক সমকালের পিরোজপুর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি এহসাম হাওলাদার, প্রেসক্লাবের সহ-সভাপতি রিয়াজ মাহমুদ মিঠু, ছগির হোসেনের পুত্র সাদী মাহমুদ সহ ভান্ডারিয়া প্রেসক্লাব ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে নিজ বাসভবনে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

Most Popular

Recent Comments