13.7 C
Bangladesh
Friday, January 3, 2025
spot_imgspot_img
Homeমানববন্ধনপীরগঞ্জে শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

পীরগঞ্জে শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

রংপুর জেলা প্রতিনিধি:

রংপুর জেলার পীরগঞ্জের শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম আপন। তাদের ব্যাপক দূর্নীতি, অনিয়ম ও নিয়োগ বানিজ্যের অভিযোগে অভিভাবক, এলাকাবাসী মানববন্ধনে প্রতিবাদ করেছে।

গতকাল (৯ অক্টোবর) সোমবার দুপুরে বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এলাকার নারী পুরুষ উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন। মাববন্ধনে অংশগ্রহন করে তারা বলেন,উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও তাঁর আপন ভাই সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বিদ্যালয়টিতে ক্ষমতা কায়েম করেছে। সাম্প্রতিক সময়ে নিয়োগের নামে দু’ভাই ৩৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

বিদ্যালয় উন্নয়নের অযুহাতে হাতিয়ে নেয়া এসব টাকার কোন উন্নয়ন করেনি। কমিটি গঠনের ক্ষেত্রেও মনগড়া কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়ে সরকারি বরাদ্দকৃত কয়েকটি প্রকল্পের টাকা নামমাত্র কাজ করে টাকা ভাগবাটোয়ারা করেছে। এছাড়াও মানববন্ধন কর্মীরা বলেন, এসব বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেও কাজ হয়নি।

Most Popular

Recent Comments