17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতআগৈলঝাড়ায় হামলা-সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত থানায় লিখিত অভিযোগ দায়ের।

আগৈলঝাড়ায় হামলা-সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত থানায় লিখিত অভিযোগ দায়ের।

শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় দুই পক্ষের হামলা-সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। আহদের মধ্যে পাঁচ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার বাকাল গ্রামের আলমগীর ফকিরের খড়ের গাদা থেকে খড় খেতে যায় হেমায়েত ফকিরের গরু। এনিয়ে বিকেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় আবু বক্কর ছিদ্দিক ও আলমগীর ফকিরকে মারধর করে শাহিন ফকিরের নেতৃত্বে কয়েকজনে।
ওই ঘটনা নিয়ে পুনরাবৃত্তি করে রাত ১০টায় দিকে বাকাল বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহিনের নেতৃত্বে একটি দল হামলা চালিয়ে আনিচ ফকির, রাশিদা বেগম, অনামিকা আক্তার, হেমায়েত ফকির ও রোকন ফকির আহত হয়। আহতদরে মধ্যে উভয় পক্ষের আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে নুর-আলম ফকির বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এসআই তরিকুল ইসলাম হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলে প্রয়োজনী ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেছেন।

Most Popular

Recent Comments