জুনাইদ সিদ্দিকী ( বরিশাল প্রতিনিধি )
ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের উপর ইসরাইলের হামলার প্রতিবাদে এবং আগ্রাসন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি হামাসের সাথে সংহতি জানান তারা।
বুধবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় কলেজের জিরোপয়েন্ট এলাকায় “রেসিসটেন্স আন্টিল রিটার্ন “ব্যানারে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।মানববন্ধনে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের আবু বকর সিদ্দিক,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আশিকুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের, মোঃ শফিকুল ইসলাম, ইসলাম শিক্ষা বিভাগের আব্দুর রহমান, দর্শন বিভাগের মোঃ মেহেদী হাসান, মহিউদ্দিন রনি, আব্দুর রহিম ও মারুফ বিল্লাহ তানিম প্রমুখ ।এসময় বক্তারা বলেন- মুসলমানদেরকে স’ন্ত্রাসী ট্যাগ দিয়ে পার পাওয়া যাবে না। মুসলমানদের আবির্ভাব শান্তি প্রতিষ্ঠার জন্য, সন্ত্রাস রুখে দেয়ার জন্য। জাতি’সংঘকে মুসলমানদেরকে মানবতা শেখাতে হবে না । জাতি’সংঘ সহ গোটা বিশ্বকে মুসলমানদের কাছ থেকে মানবাধিকার আর মানবতার শিক্ষা নেয়া উচিত। আমরা স্বাধীন ফিলি স্তিন চাই।
বক্তারা আরো বলেন, আল আকসা আমাদের সম্পদ, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। আমরা আমাদের আবেগের সম্মান স্বাধীনতা চাই । আমাদের স্বাধীনতা কিংবা আবেগে আ’ঘাত করলে অবশ্যই আমরা প্রতিবা’দ প্রতিহত করবোই।
পরে মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কলেজের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান ফটক চত্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জিরোপয়েন্ট গিয়ে শেষ হয়। এসময় মিছিলে ‘’ইসরাইল গো ব্যাক, ইসরায়েল টেরোরিস্ট ,বিশ্ব মুসলিম ঐক্য গড়ো,ইসরাইল কে ধংষ করো।ফিলিস্তিনে হামলা ক্যানো ? জাতিসংঘ জবাব দে । আমার ভাই শহীদ ক্যানো ? জাতিসংঘ জবাব দে। বিশ্ব মুসলিম ঐক্য গড়ো ,ফিলিস্তিনকে রক্ষা করো । ইসরাইলের দালেলারা,হুশিয়ার সাবধান । ইসরাইল বয়কট,আই লাভ ফিলিস্তিন’সহ নানা শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।