17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeপূজাফেনীর দাগনভূঞায় পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা ভিজিল্যান্স টিম'র আহ্বায়ক একরাম উদ্দিন

ফেনীর দাগনভূঞায় পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা ভিজিল্যান্স টিম’র আহ্বায়ক একরাম উদ্দিন

আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায়  পূজামন্ডপ পরিদর্শন করলেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও জেলা দুর্গাপূজার ভিজিল্যান্স টিমের আহ্বায়ক মোঃ একরাম উদ্দিন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) বিকেলে তিনি অষ্টমীর দিনে দাগনভূঞা কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিদর্শন করাসহ যাবতীয় খোঁজ খবর নেন।

পরিদর্শনকালে মোঃ একরাম উদ্দিন বলেন, যেকোনো উৎসবে সব সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়। শান্তি এবং সম্প্রতি বজায় থেকে যেন শারদীয় দুর্গোৎসব উদযাপন হয় সেই প্রত্যাশা করি।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জুলফিকার হায়দার, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও দাগনভূঞা কেন্দ্রীয় দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার বিজন বিহারী ভৌমিক প্রমুখ। এছাড়াও জেলা ভিজিল্যান্স টিমের অন্যান্য সদস্যরা, মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবন্দরা উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments