19.9 C
Bangladesh
Tuesday, December 3, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনাভান্ডারিয়ায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই

ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই

মোঃফেরদৌস মোল্লাহ্
পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডের একটি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালি বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘরের মালিক নান্টু মালি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যেমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরের লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় পাশের দুটি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহম্মেদ পিরোজপুর সময়কে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুনে ক্ষতিগ্রস্তরা ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Most Popular

Recent Comments