21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeশিক্ষাফুলবাড়ীতে নতুন বছরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

ফুলবাড়ীতে নতুন বছরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

এস মন্ডল ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
বছররে প্রথম দিনে সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাইমারী পর্যায়ে প্রায় ২১ হাজার শিক্ষার্থী ও মাধ্যমিক পর্যায়ে প্রায় ১৩ হাজার শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।
গত সোমবার সকাল ১১টায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চয় কুমার চক্রবর্তী সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ্ তমাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার নুর ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আতিউর রহমান। এসময় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এসকে মুহাম্মদ আলী,সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয় ও নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোছাঃ ফারহানা রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এছাড়া উপজেলা প্রাথমিক পর্যায় ১৫৩টি বিদ্যালয় ও মাধ্যমিক পর্যায় ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

Most Popular

Recent Comments