17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeমৃতদাগনভূঞায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

দাগনভূঞায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের সরু বেপারী বাড়ির বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রব (৭৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) বিকেলে নিজ মাতুভূঞা করিম উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় থানার উপপরিদর্শক (এসআই) কল্যাণ ত্রিপুরার নেতৃত্বে একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা প্রতিনিধি পিয়ার আহমেদ, অন্যান্য বীর মুক্তিযোদ্ধারাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রব (১০ জানুয়ারি) দিবাগত-রাত আড়াইটার দিকে ঢাকার একটি হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। পারিবারিক সূত্রে জানাগেছে, তিনি দীর্ঘদিন
বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। 

মৃত্যুকালে ১ ছেলে  ও ২ মেয়েসহ বহুগুনগাহী রেখে যান। পরে মমারিজপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Most Popular

Recent Comments