17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeনির্বাচনযশোর ৬ আসনের উপ -নির্বাচনে নৌকার প্রার্থী শাহীন চাকলাদারের জয়।

যশোর ৬ আসনের উপ -নির্বাচনে নৌকার প্রার্থী শাহীন চাকলাদারের জয়।

ছবিঃ শাহিন চাকলাদার

ফারদিন মোহাম্মদ, স্থানীয় প্রতিনিধি (যশোর):

মঙ্গলবার অনুষ্ঠিত যশোর ৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার। কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩ হাজার ১৮ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ১ লাখ ২৯ হাজার ৪৭ জন। যার মধ্যে বাতিল হয় ১ হাজার ৩শ ৭৪ টি ভোট। আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার ভোট পান ১ লাখ ২৪ হাজার ৩ টি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ভোট পান ১ হাজার ৬শ ৭৮টি। বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ ভোট পান ২ হাজার ১২ টি। যদিও ১৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণার পর তিনি নির্বাচন থেকে সরে আসেন। কিন্তু ব্যাপক প্রচারণা চালান আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার ও জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান হাবিব। কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ আরো জানান, নির্বাচনে ভোট পড়েছে ৬৩ দশমিক ৫৭ শতাংশ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ইসমাত আরা সাদেক জয়ী হন। কিন্তু চলতি বছরের ২১ শে জানুয়ারি তিনি ইন্তেকাল করেন। যে কারণে যশোর ৬ আসনটি খালি হয়ে যায়। এরপর ২৯ শে মার্চ নির্বাচনের তারিখ থাকলেও করোনা মহামারীর কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। সাংবিধানিক নিয়মে তাই ১৪ জুলাই নির্বাচনের তারিখ ঠিক করে নির্বাচন কমিশন। এ আসনে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে। এছাড়াও করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ভোটারদের জন্য প্রতিটি কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার ও সাবানের ব্যবস্থা রাখা হয়।

Most Popular

Recent Comments