21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeদিবসফুলবাড়ীতে প্রানের বঙ্গ মিলার্সে ফ্যাক্টরি ডে অনুষ্ঠিত

ফুলবাড়ীতে প্রানের বঙ্গ মিলার্সে ফ্যাক্টরি ডে অনুষ্ঠিত

এস মন্ডল ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রান বঙ্গ মিলার্স লিমিডেট এর ফ্যাক্টরি ডে-২০২৪ উপলক্ষে বার্ষিক বনভোজন, খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত (১ মার্চ) শুক্রবার সকালে ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙ্গামাটিতে অবস্থিত প্রান বঙ্গ মিলার্স লিমিডেট এর মাঠে ফ্যাক্টরি ডে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গ মিলার্স এর নির্বাহী পরিচালক নাসের আহমেদ। ফুলবাড়ী বঙ্গ মিলার্স এর মহা ব্যবস্থাপক মোঃ জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গ মিলার্স এর অপারেশন ম্যানেজার আকিব বিন কবির, মোঃ আসলাম, হেড অফিসের সিনিয়র ম্যানেজার এসসিএম খন্দকার কামরুল ইসলাম, এজিএম বিপিএল ব্রেড আশরাফসহ হেড অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সকালে ফুলবাড়ীস্থ প্রান বঙ্গ মিলার্স এর প্রায় ১ হাজার শ্রমিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। পরে অতিথি হিসাবে দুপুরে বনভোজনের মধ্যাহ্নভোজে যোগদেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকগনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। বিকাল ৩টায় স্থানীয় শিল্পীরদের অংশগ্রহনের মধ্যদিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

Most Popular

Recent Comments