–নিশাদ কমল
শুনতে চাইলাম জীবনের গান,
শোনালে কর্কশ নরক-সংগীত;
দেখতে চাইলাম সোনালী আলো,
দেখালে বিষন্ন আবছা আকাশ।
নিতে চাইলাম ফুলের সুবাস,
নাকে দিলে ধুম্র-হাওয়া।
চড়তে চাইলাম প্রশান্তি-সড়কে,
দেখালে সরু বন্ধুর পথ।
সুনিদ্রামাখা রাত্রি চাইলাম,
বিনিদ্র রজনী করিলে দান।
জপিতে চাইলাম উষ্ণ ভজন,
চাপিয়ে দিলে পাষাণ ভাবনা।
ডানা মেলে উড়তে চাইলাম,
জলহস্তী করে পঙ্কে ছাড়িলে।
ধরতে গেলাম শুভ্র তুষার,
ধরিয়ে দিলে দগ্ধাবশেষ।
পুষতে চাইলাম রঙিন ইচ্ছে,
ঝেটিয়ে ফেললে রাবণের চিতায়।
দেখতে চাইলাম মধুর স্বপ্ন,
নিদ্রা হরিলে দুঃস্বপ্ন-ভারে।