24 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeনৌ বাহিনীকলাপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আন্ধারমানিক বিসিজিএস বগুড়া জাহাজ ৪ ঘন্টার...

কলাপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আন্ধারমানিক বিসিজিএস বগুড়া জাহাজ ৪ ঘন্টার জন্য উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কুয়াকাটা( পটুয়াখালী) প্রতিনিধিঃ-

আজ মহান ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্হ জাহাজ ‘ বিসিজিএস বগুড়া’ পটুয়াখালীর আন্ধারমানিক সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

আজ দুপুর ১২.০০ ঘটিকা থেকে বিকেল ৪.০০ ঘটিকা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় এ জাহাজটি।

এ সময় স্থানীয় ও আশেপাশের গ্রাম থেকে উৎসুক জন সাধারণ এ জাহাজটি দেখতে ভীড় জমিয়েছে। ফলে সাধারণ মানুষ কোস্ট গার্ডের জাহাজ ঘুরে দেখা এবং জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার ও দেখার সুযোগ সৃষ্টি হয়।

এ সময় তারা পানির গভীরতা মাপার জন্য ইকো সাউন্ডার, রাডার, জিপিএস, ব্যারোমিটার, এলএমজি পোষ্ট ও ম্যাগাজিন ক্যাপাসিটার দেখতে পায়

এ সময় কর্মকর্তারা দেখতে আসা উৎসুক জনগনকে জাহাজের বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দেন।

মধ্যে টিয়াখালীর সরোয়ার ইসলাম বলেন, জীবনে প্রথম যুদ্ধ জাহাজ দেখালাম এবং বিভিন্ন বিষয়ের উপর কিছুটা ধারনা নিলাম। কোস্ট গার্ডের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন এ সুযোগ করে দেওয়ার জন্য।

স্থানীয় আরেক বাসিন্দা মো. হেলাল খান বলেন, আমরা অনেক আনন্দিত আমাদের জন্য এ জাহাজটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা যুদ্ধের সময় নৌ বাহিনির কাজ সম্পর্কে অনেক ধারনা পেলাম এবং অনেক যন্ত্রের কাজ সম্পর্কে জানতে পেলাম।

লেঃ বিএন মিডিয়া কর্মকর্তা কোস্ট কার্ড দক্ষিন জোন এইচ এম এম হারুন অর রশিদ জানান, উপকূলীয় অঞ্চলে টহল প্রদান করা, অনুপ্রবেশ ঠেকানো, চোরাচালান রোধ, জলদস্যুর উৎপাত রোধ ও দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল জানতে পেরে জন সাধারণরা বাংলাদেশ কোস্ট গার্ডের সম্পর্কে ইতিবাচক ধারনা নিয়ে গেছে

Most Popular

Recent Comments