24 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeউপহারকুয়াকাটায় শহিদুল ইসলাম দেওয়ান ৭ নং ওয়ার্ড কাউন্সিলরের ঈদ উপহার বিতরণ।

কুয়াকাটায় শহিদুল ইসলাম দেওয়ান ৭ নং ওয়ার্ড কাউন্সিলরের ঈদ উপহার বিতরণ।

আবুল হোসেন রাজু,
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।।

প্রতি বছরের ন্যায় এবারও ঈদ বস্ত্র বিতরণ করলেন কুয়াকাটা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র-২ শহিদুল ইসলাম দেওয়ান।
সোমবার (৮ এপ্রিল ) দিনব্যাপী কুয়াকাটা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের আটশো দুস্থ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।

এসময় তিনি বলেন, ঈদ মানে আনন্দ। এই আনন্দ ভাগাভাগি করে নিতে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া ও কেরানীপাড়া গরিব ও অসহায়দের মাঝে আমার নিজ অর্থায়নে প্রতি বছর ঈদ উপহার বিতরণ করছি। আমি যতদিন বেঁচে থাকব এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অনন্ত মুখার্জী, আওয়ামী লীগ নেতা এম.এ.বারী আজাদ,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস মৃধা, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, ভূঁইয়া বাড়ি জামে মসজিদের সভাপতি দবির আহমেদ ভূঁইয়া, যুবলীগ নেতা ইউসুফ খলিফা, লিটন মৃধা, দুলাল সরদার, সাংবাদিক আবুল হোসেন রাজু, আসাদুজ্জামান মিরাজ প্রমুখ।

Most Popular

Recent Comments