মহিপুর থানা প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড (নজিবপুর) এর ইউপি সদস্য আব্দুস সোবাহান কর্তৃক একই ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাজ্জাক লাঞ্চিতর একটি ভিডিও আজ শুক্রবার ১৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিও তে দেখা যায় ৪০ দিনের কর্মসূচি (সিবিসি) এর কাজের একটি চেক সংক্রান্ত বিষয় নিয়ে ইউপি সদস্য সোবাহান ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাজ্জাক কে জনসম্মুখে অকথ্য ভাষায় গালাগালি ও প্রান নাষের হুমকি প্রদান করেন।
মহিপুর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাজ্জাক বলেন ১৫ জুলাই বুধবার দুপুর ২ টায় ইউপি সদস্য সোবাহান হাওলাদার ইউনিয়ন পরিষদে এসে তার কার্যালয়ে ঢুকে ৪০ দিনের কর্মসূচির চেক সংক্রান্ত বিষয় নিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালি এবং প্রাননাষের হুমকি প্রদান করে।
সে যেই বিষয় নিয়ে তাকে লাঞ্চিত করেছে আদৌ সেই বিষয় তিনি জানেন না। তিনি আরো বলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তদন্ত কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রসিদ মিয়া বলেন উপজেলা নির্বাহী অফিসার স্যার আমার উপরে তদন্তের দায়িত্ব দিয়েছেন খুব দ্রুতই তদন্তপূর্বক তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
এ ব্যাপারে ইউপি সদস্য আব্দুস সোবাহান হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন আমি তাকে কোন লাঞ্চিত করিনি এবং যেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি একেবারে অসত্য।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো :শহিদুল হক বলেন আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের প্রেক্ষিতে কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রসিদ মিয়াকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
অচিরেই তদন্ত পূর্বক যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।