20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeসেবামূলকনওগাঁর বদলগাছীতে কৃষি অফিসের মাধ্যমে ৫০% ভর্তুকি মূল্যে ধান কাটা মাড়াই যন্ত্র...

নওগাঁর বদলগাছীতে কৃষি অফিসের মাধ্যমে ৫০% ভর্তুকি মূল্যে ধান কাটা মাড়াই যন্ত্র বিতরণ

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ধান কাটা-মাড়াই যন্ত্র কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে শনিবার (১৮ মে) বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বদলগাছী এর উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও ধান কাটা মাড়াই যন্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৮ নওগাঁ-৩- (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। উপজেলা নির্বাহী অফিসার অ:দা: মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আবু খালেদ বুলু, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। শেষে সদর ইউনিয়নের পূর্বখাপুর গ্রামের ছামিউল আলম, আধাইপুর ইউনিয়নের মুক্তিনগর গ্রামের গৌর চন্দ্র বর্মনের হাতে ধান কাটা মাড়াই যন্ত্র কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেওয়া হয়।

Most Popular

Recent Comments