29.5 C
Bangladesh
Tuesday, October 22, 2024
spot_imgspot_img
Homeরাবিরাবি উপাচার্যের সাথে কোরিয়ান ভাষা প্রশিক্ষকের সৌজন্য সাক্ষাত

রাবি উপাচার্যের সাথে কোরিয়ান ভাষা প্রশিক্ষকের সৌজন্য সাক্ষাত

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজ-এ প্রশিক্ষক হিসেবে লিম বংগ তায়েক কোরিয়ান ভাষা শিক্ষাদান করছেন। তিনি আজ মঙ্গলবার (২১ মে) সকালে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ও শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

এই সাক্ষাতকালে উপাচার্য কোরিয়ান ভাষা প্রশিক্ষক হিসেবে লিম বংগ তায়েককে প্রেরণ করায় কোইকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি রাবির বিভিন্ন কার্যক্রমে কোইকার অধিকতর সহযোগিতার আশাও প্রকাশ করেন। উপাচার্য লিম বংগ তায়েককে রাবিতে স্বাগত জানিয়ে তার কাজে সাফল্য প্রত্যাশা করেন।

প্রসঙ্গত, তায়েক কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) একজন স্বেচ্ছাসেবক।

তারিফুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়
২১.০৫.২০২৪

Most Popular

Recent Comments