21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeকৃষি ও প্রকৃতিফের ভেসে এসেছে ১০ ফুট লম্বা মৃত্যু ডলফিন।

ফের ভেসে এসেছে ১০ ফুট লম্বা মৃত্যু ডলফিন।

আবুল হোসেন রাজু,
কুয়াকাটা(পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ফের দেখা মিলল একটি ১০ ফুট লম্বা বোটলনোজ প্রজাতির মৃত্যু ডলফিন ভেসে এসেছে। । শুক্রবার(১৪জুন) সকালে জোয়ারে পানিতে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্নে পূর্ব পাশে ডলফিনটি দেখতে পায় ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এর মধ্যে ডেউয়ের সাথে তীরে আসতে দেখি ডলফিনটিকে।দুই থেকে তিন দিন আগে মারা যেতে পারে।এর শরীরে আঘাতে চিহ্ন দেখা যাচ্ছে। পরে আমি বনবিভাগ ও ইকো-ফিসকে খবর দেই।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সাথে সাথে বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছে। এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা উর্ধতন কতৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই মৃত্যুর সঠিক কারনগুলো বের করা হয়।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করছি যাতে দুর্গন্ধ না ছড়ায়।###

Most Popular

Recent Comments