27 C
Bangladesh
Monday, November 25, 2024
spot_imgspot_img
Homeসমুদ্রবঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত।

বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত।

আবুল হোসেন রাজু,

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।

উত্তর বঙ্গোপসার এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বায়ুচাপ তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীড়ে আছড়ে পড়ছে। গত ৩ দিন ধরে উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে বিভিন্ন নিচু স্থানে পানি জলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলার সকল নদ-নদীর পানি বিপদসীমার ৫-৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপকূলীয় এলাকা দিকে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা সহ সব সমুদ্র বন্দর সমূহকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Most Popular

Recent Comments