17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকশিম্পাঞ্জির ঠাণ্ডা-জ্বরের জন্য দায়ী ভাইরাস থেকে তৈরি করা হয়েছে করোনার ভ্যাকসিন

শিম্পাঞ্জির ঠাণ্ডা-জ্বরের জন্য দায়ী ভাইরাস থেকে তৈরি করা হয়েছে করোনার ভ্যাকসিন

অতিদ্রুততার সাথেই তৈরি হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভ্যাকসিন। সোমবার বড় ধরনের অগ্রগতির খবর দিয়েছে প্রতিষ্ঠানটি। জানিয়েছে, তাদের উদ্ভাবিত টিকা নিরাপদ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।  এই ভ্যাকসিনটি মূলত শিম্পাঞ্জির ঠাণ্ডা-জ্বরের জন্য দায়ী ভাইরাস থেকে তৈরি করা হয়েছে। খবর বিবিসি’র।

মানবদেহে ব্যবহারের উপযোগী করে তুলেতে এটির জেনেটিক পরিবর্তন ঘটানো হয়েছে যেন তা মানবদেহে কোনো ক্ষতির সৃষ্টি না করে এবং করোনাভাইরাসের মতোই দেখতে হয়।

বিজ্ঞানীরা করোনাভাইরাসের স্পাইক প্রোটিন’র জিনগত নির্দেশনাগুলি এতে স্থানান্তর করে এটিকে মানবদেহের কোষের উপযুক্ত করে তুলেছেন। এখন পর্যন্ত ১ হাজার ৭৭ জন মানুষের শরীরে এই ভ্যাকসিনটির পরীক্ষা চালানো হয়। ফলাফলে দেখা গেছে অক্সফোর্ডের ভ্যাকসিন শরীরে অ্যান্টিবডি এবং শ্বেতরক্ত কণিকা তৈরি করছে যা করোনাভাইরাসের প্রতিরোধে কাজ করছে। তবে এ ফলাফল করোনাভাইরাসের প্রতিরোধে যথেষ্ট কিনা তা আরও বড়ো ট্রায়ালের পর জানা যাবে।

এদিকে, ব্রিটেনে এই ভ্যাকসিনের ১০ কোটি অর্ডার দেয়া হয়েছে। অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরির কাজ করছে অক্সফোর্ড।

Most Popular

Recent Comments