21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeসভাববিতে তরুণ কলাম লেখক ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

ববিতে তরুণ কলাম লেখক ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

আরিফ হোসাইন, ববি প্রতিনিধি  তরুণ কলাম লেখক ফোরাম, ববি শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিএসসি সভাকক্ষে বার্ষিক সাধারণ সভাটি  অনুষ্ঠিত হয়।হাসিবুল হাসান শোভনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাসুম মাহমুদ। এ সময় সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মাসুম মাহমুদকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট এবং সদ্য বিদায়ী সহ-সভাপতি মোঃ কামরুল হাসানকে সার্টিফিকেট দেওয়া হয়।সভাপতিত্বের বক্তব্যে মাসুম মাহমুদ বলেন, সমাজের সবাই লেখালেখি করেন না। যারা মানুষকে নিয়ে ভাবেন, যারা পৃথিবীর কল্যাণে কাজ করতে চান তারাই লেখালেখি করেন। লেখকের কলমের জোরে সমাজকে পরিবর্তন করে দেওয়া যায়। সামাজিকীকরণের মাধ্যমে মানব শিশু প্রকৃত মানুষ হয়ে ওঠে। মানব শিশুকে প্রকৃত মানুষ করে করে গড়ে তোলার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। সভায় মোঃ কামরুল হাসান তরুণ কলাম লেখকদের সামনে তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন এবং তরুণ লেখকদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।বার্ষিক সাধারণ সভায় তরুণ কলাম লেখক ফোরাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাখার কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।##আরিফ হোসাইন, ববি০১৬০৯১০৬১১১

Most Popular

Recent Comments