17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeক্যাম্পাসপবিপ্রবির বাবুগঞ্জ ক্যাম্পাসে বরিশাল জেলা ছাত্রদলের সবুজ আকনের শোডাউন

পবিপ্রবির বাবুগঞ্জ ক্যাম্পাসে বরিশাল জেলা ছাত্রদলের সবুজ আকনের শোডাউন

ববিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( পবিপ্রবি)  বাবুগঞ্জ এ অবস্থিত ভেটানারি মেডেসিন ক্যাম্পাসে দলবল নিয়ে খোজখবরের নামে ২ সেপ্টেম্বর, ২০২৪ শোডাউন প্রদর্শন করেন বরিশাল জেলা ছাত্রদল সহসভাপতি সবুজ আকন।  এ নিয়ে ছাত্রদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।। পবপ্রবি তে ছাত্রদলের কমিটি থাকলেও ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করায় এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুসরন করে পবিপ্রবি ছাত্রদল তাদের রাজনৈতিক কার্যক্রম শিথিল রেখেছেন। কিন্তু বরিশাল জেলা ধীন না হলেও ক্যমপাসে সবুজ আকনের সোডাওন এর কারনে সাধারণ ছাত্র ছাত্রীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় এবং তাদের মূল কথা ক্যাম্পাসের কেও না হয়ে সবুজ আকন ক্যাম্পাসে কোন অবস্থায় ঢুকতে পারে না।।  এই ব্যাপারে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি রাখার ব্যাপারে বলেছেন##

Most Popular

Recent Comments