27.5 C
Bangladesh
Monday, December 2, 2024
spot_imgspot_img
Homeকমিটিরাঙ্গাবালীতে পর্যটন সেবা উন্নয়ন ব্যবস্থাপনা কমিটি!সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক আইয়ুব খান

রাঙ্গাবালীতে পর্যটন সেবা উন্নয়ন ব্যবস্থাপনা কমিটি!সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক আইয়ুব খান

রাঙ্গাবালী (পটুয়াখালী)
পটুয়াখালীর রাঙ্গাবালীতে পর্যটন সেবা উন্নয়ন ব্যবস্থাপনা (নিরাপত্তা) কমিটি গঠন করা হয়েছে।

উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজারে অবস্থিত কমিউনিটি ডেভলপমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার (সিডিএইচসি) কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। বুধবার কমিটি গঠন করা হলেও আনুষ্ঠানিকভাবে এর আত্মপ্রকাশ বৃহস্পতিবার হয়।

২১ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. নজরুল ইসলাম মুন্সি সভাপতি ও মো. আইয়ুব খান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

গ্রামীণ মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্পের (আরেমটিপি) আওতায় ‘কমিউনিটি ভিত্তিক এগ্রো ইকোট্যুরিজম উন্নয়নের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের ভ্যালু চেইনের আওতায় এ কমিটি গঠন করা হয়।

দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর সম্ভাবনাময় পর্যটন স্পর্টের সেবা উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।

Most Popular

Recent Comments