23.1 C
Bangladesh
Thursday, November 14, 2024
spot_imgspot_img
HomeUncategorizedনওগাঁর বদলগাছীতে কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন

নওগাঁর বদলগাছীতে কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন করা হয়েছে।
জানা যায়, ৮ নভেম্বর শুক্রবার সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে মাঠে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন করেন। উদ্ধোধনী ম্যাচ উপলক্ষে চৌকস ২ টি ফুটবল টিম এ খেলায় অংশ গ্রহন করেন। যে ২ টি টিম টিম খেলায় অংশ নেয় সে ২ টি টিম হলো উপজেলার সদরের বদলগাছী ফুটবল কল্যাণ সমিতি ও জামালগঞ্জ ফুটবল একাদশ। খেলাটি পরিচালনা করেন প্রধান রেফারি নাইমুর রহমান( জয়), সহকারী রেফারি, সাবেক ফুটবলার দিলবর রহমান দিলিপ ও আমিনুল ইসলাম আমু। খেলায় ১-০ গোলে বদলগাছী ফুটবল কল্যাণ সমিতি, জামালগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে।

উক্ত খেলায় আমন্ত্রণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সিনিয়র সহঃ সভাপতি সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাদি চৌধুরী টিপু সহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, ফুটবল হচ্ছে একটা জনপ্রিয় খেলা, খেলাধুলা মনকে প্রফুল্ল করে, হতাশামুক্ত করে। মনের বিশালতা তৈরি করে। খেলোয়াড়দের চিন্তাশক্তি, দর্শন, শারীরিক ও মানসিক সক্ষমতা সবকিছুই অন্যরকম হয়। মাঠে খেলার সময় অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে এবং খেলা যাতে উপভোগ্য হয় সেদিকে খেয়াল রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

Most Popular

Recent Comments